বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

১৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি চট্টগ্রামে খালে নিখোঁজ শিশুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৫ ১০:৪৬

শেয়ার

১৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি চট্টগ্রামে খালে নিখোঁজ শিশুর
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও চট্টগ্রামের কাপাসগোলা এলাকার হিজরা খালে পড়ে নিখোঁজ ৬ মাস বয়সী শিশু সেহরিসের সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো নৌবাহিনীর ১৫ সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে।

সরজমিনে দেখা যায়, ডুবুরি দল দুর্ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে।

এদিকে খালপাড়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন শিশু সেহরিসের স্বজনরা।

শুক্রবার রাত ৮টার দিকে চকবাজার এলাকায় রিকশা উল্টে সেহরিসসহ তার মা ও দাদী খালে পড়ে যান। কিছুটা ভেসে যাওয়ার পর ব্রিজের নিচে দুটি পাইপের সাথে আটকা পড়েন শিশুটির মা ও দাদী।

পরে স্থানীয় ব্রিজের উপরের স্ল্যাব খুলে তাদের উদ্ধার করা হয়। তবে শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।



আরও পড়ুন:

banner close
banner close