
স্বামীর সঙ্গে কলহের জেরে ৪ মাসের শিশু সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে গহনা, মোবাইল ফোন ও জুতা কিনেছেন লাবনী আক্তার লিজা নামের এক মা। গত বৃহস্পতিবার শিশুটির বাবার অভিযোগের প্রেক্ষিতে রাতভর অভিযান চালায় পুলিশ।
শুক্রবার ভোরে শিশুটিকে উদ্ধার করে পুনরায় সেই মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সম্প্রতি টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের পুন্ডুরা শেওড়াতলায় এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মধুপুর উপজেলা পৌর শহরের পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুর উপজেলার বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার ২ বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর অসচ্ছলতায় তাদের মধ্যে কলহ শুরু হয়। এর মধ্যেই ৪ মাস আগে তাদের সংসারে একটি পুত্রসন্তান জন্ম নেয়।
লাবনীর স্বামী রবিউল ইসলাম বলেন, ‘শিশুর জন্মের পর সংসারে শান্তি নেমে আসে। অল্প কিছুদিন আগে লাবনী আমার ছেলেকে নিয়ে তার বোনের বাড়ি ভূঞাপুরে যায়। কয়েকদিন পর বাড়ি আসতে বললে সে দুর্ব্যবহার করে এবং জানিয়ে দেয় সে আর সংসার করবে না।’
তিনি আরও বলেন, ‘এর কয়েকদিন পর আবার ফোন করে বলি, ছেলের দাদা অসুস্থ, ছেলেকে নিয়ে আসো, দাদা দেখতে চাচ্ছে। তাতেও সে ফিরে আসেনি। পরে গত বৃহস্পতিবার সন্তানের বিক্রির খবর পাই। কৌশলে তাকে ভূঞাপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে বাড়িতে আনি। তখন সে ছেলেকে বিক্রি করার কথা স্বীকার করে। এরপর পুলিশকে জানালে শিশুটিকে উদ্ধার করে ফেরত আনা হয়।’
এ বিষয়ে মধুপুর থানার ওসি মো. এমরানুল কবীর বলেন, ‘গত বৃহস্পতিবার লাবনী নামের এক মা তার ৪ মাসের সন্তানকে বিক্রি করেছে বলে আমাদের জানায় তার স্বামী। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে শুক্রবার সকালে শিশুটিকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’
আরও পড়ুন: