বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫ ১৯:৩১

শেয়ার

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরী থেকে বিপুল পরিমাণ মাদক এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।

শুক্রবার কোস্ট গার্ড-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রাম বন্দর থানার আনন্দবাজার সংলগ্ন পচার খাল এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মেরিন ড্রাইভের পাশে ঝোপের ভেতর বিশেষভাবে লুকায়িত দুইটি বস্তা থেকে ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৩৯ ক্যান বিয়ার, তিন বোতল বিদেশি মদ এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিয়াম-উল-হক।



আরও পড়ুন:

banner close
banner close