শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিক হারিসের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫ ১৫:৩৪

আপডেট: ১৮ এপ্রিল, ২০২৫ ১৫:৫৫

শেয়ার

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিক হারিসের মৃত্যু
ছবি: সংগৃহীত

গাজীপুরের গাছা থানার হারিকেন এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পোশাক শ্রমিক আব্দুল হারিসের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, ‘মঙ্গলবার গাজীপুর থেকে বদ্ধ অবস্থায় একই পরিবারের তিনজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে শুক্রবার ভোরে পোশাক শ্রমিক হারিস চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শ্রমিক হারিস মিয়ার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়। এ ছাড়া তার স্ত্রী পোশাক শ্রমিক আয়েশা আক্তারের শরীরে ৬০ শতাংশ ও তাদের ছেলে মইনুল ইসলামের শরীরে ৩৩ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

 

banner close
banner close