বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

পেকুয়া-উজানটিয়া সড়কের বেহাল অবস্থা ‍: ২০ হাজার মানুষের দুর্ভোগ

প্রতিনিধি,কক্সবাজার

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫ ১৫:০১

শেয়ার

পেকুয়া-উজানটিয়া সড়কের বেহাল অবস্থা ‍: ২০ হাজার মানুষের দুর্ভোগ
ছবি : বাংলা এডিশন

পেকুয়া উপজেলার পেকুয়া উজানটিয়া সড়কে রুপাইখালের উপর নির্মিত স্লুইচ গেইটের বেহাল অবস্থা দেখা দিয়েছে। এর ফলে মগনামা ও উজানটিয়া ইউনিয়নের প্রায় ২০ হাজার জনগনের চলাচলে দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়, গত ১ মাস আগে ওই স্থানে রাস্তা ধ্বসে পড়লে পেকুয়ার সাথে উজানটিয়া, মগনামার লোকজনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে উপজেলা প্রশাসন থেকে জরুরী বরাদ্ধ দেওয়া হলে ওই স্থানে রাস্তা মেরামত করা হয়। পেকুয়ায় নতুনভাবে বৃষ্টি শুরু হলে ওই মটকাভাঙ্গা এলাকায় সড়কের নাজুক অবস্থা বিরাজ করে। ফলে ওই দুই ইউনিয়নের এস.এস.সি পরীক্ষার্থীসহ সাধারণ জনগনের যান চলাচলে দারুণ দুর্ভোগ পোহাতে হয়।

ওই স্থানে পুনরায় ধ্বসে পড়লে স্থানীয় যুবদল নেতা তৌহিদুল ইসলামের সহযোগিতায় মেরামত করা হয়। এরপরও ওই ধ্বসে পড়া রাস্তার পয়েন্টটি দারুণ ঝুঁকির মধ্যে রয়েছে। উজানটিয়ার কৃতি সন্তান এডভোকেট মীর মোশারফ হোসেন টিটু জানান, টেকসই স্লুইচ গেইট নির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হোসেন চৌধুরী বাংলা এডিশন কে জানান, পানি উন্নয়ন বোর্ডের মধ্যে নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে ওই স্থানে টেকসই স্লুইচ গেইট নির্মাণের জন্য ঢাকা অফিসে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্ধ আসলে ওই স্থানে স্লুইচ গেইট নির্মাণ করা হবে।



আরও পড়ুন:

banner close
banner close