বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

ফুলবাড়ীতে পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থী আত্মহত্যা

প্রতিনিধি,কুড়িগ্রাম

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫ ১১:১৬

শেয়ার

ফুলবাড়ীতে পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থী আত্মহত্যা
ছবি : বাংলা এডিশন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় রোমানা আফরোজ রিয়া (১৬) নামে এক পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পরীক্ষার্থী রোমানা আফরোজ রিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রবের মেয়ে ও গংগাহাট এমএস উচ্চ বিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

রিয়ার পরিবারের দাবি, ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় ভালো না হওয়ায় রিয়ার মন খারাপ ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে সারাক্ষণ মন খারাপ করে ঘরে ছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে রুমের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মা মেয়েকে ডাকতে গেলে দরজা বন্ধ পায়। পরে সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে দেখতে পান মেয়ের নিথর দেহ ঝুলছে। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বাংলা এডিশন কে জানান, শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



আরও পড়ুন:

banner close
banner close