বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

শিল্পী মানবেন্দ্রর বাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৮

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৫ ২১:৩৯

শেয়ার

শিল্পী মানবেন্দ্রর বাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৮
আগুনের ঘটনায় গ্রেপ্তার ৮।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিল্পীমানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলো– সদর উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল (২২), সদর উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), ছাত্রলীগ নেতা মীর মারুফ (২০), ছাত্রলীগ নেতা আমিনুর রহমান (২৪), ছাত্রলীগ নেতা মীর মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮), গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের তিন নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪), মোশারফ হোসেন (৪৮) ও সঞ্জীব ঘোষ (৪০)।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, আটককৃতদের মধ্যে ছাত্রলীগ নেতা মীর মোহাম্মদ রাফি ওরফে সিজন নামের একজন অগ্নিসংযোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল মিশন কমপ্লিট ব্রো। আশা করা যাচ্ছে তার কাছ থেকে অগ্নি সংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।



আরও পড়ুন:

banner close
banner close