বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

সাংবাদিকদের সুরক্ষায় সর্বদা পাশে থাকবে জামায়াত

প্রতিনিধি,নীলফামারী

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৫ ১৯:৫৩

শেয়ার

সাংবাদিকদের সুরক্ষায় সর্বদা পাশে থাকবে জামায়াত
ছবি : বাংলা এডিশন

দেশ গঠনে সাংবাদিকদের নিয়ে একত্রে কাজ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।  এছাড়াও সাংবাদিকদের সুরক্ষায় সবর্দা পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির নীলফামারী জেলার শীর্ষ নেতারা। বৃহস্পতিবার বিকেলে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে জেলা জামায়াত আয়োজিত মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি দেয়া হয়।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারী অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, শহর আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও শহর সেক্রেটারী অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ বক্তব্য রাখেন।

নীলফামারী শহর জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মামনুর রশিদ পাটোয়ারীর সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম, সিনিয়র সাংবাদিক তাহমিন হক ববি ও হাসান রাব্বী প্রধান বক্তব্য দেন।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় জামায়াত নেতা কর্মীদের কিভাবে দিন গেছে সেটা গণমাধ্যম কর্মীরাও জানেন। সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে শেখ হাসিনা। সারাদেশে বর্বরোচিত নির্যাতনের পরও জামায়াতকে থামাতে পারেনি শেখ হাসিনা। জামায়াত ঘুরে দাড়িয়েছে আর আওয়ামীলীগ পালিয়েছে কারণ জনগণের বিপক্ষে গেলে এ রকমই হয়।

সাংবাদিকদের পাশে চেয়ে জেলা আমীর বলেন, আমরা একত্রে কাজ করতে চাই। নির্ভয়ে সাংবাদিকতা করবেন, অন্যায় করলে জামায়াতের বিরুদ্ধে লিখেন, আমরা কোন প্রতিবাদ করবো না বরং স্বাগত জানাবো। জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম বলেন, দেশব্যাপী জামায়াতের গণসংযোগ পক্ষ (১১-২৫ এপ্রিল) উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মিডিয়া কর্মীদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।জেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সেক্রেটারী সাদের হোসেন ও সদর উপজেলা জামায়াতের আমীর আবু হানিফা শাহ উপস্থিত ছিলেন।

banner close
banner close