বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

হারানো বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৫ ১৬:৩০

আপডেট: ১৭ এপ্রিল, ২০২৫ ১৬:৩২

শেয়ার

হারানো বিজ্ঞপ্তি
সাধারণ ডায়েরী ।

সাধারণ ডায়েরী করার আবেদন প্রসঙ্গে:

আমি নিজস্বাক্ষরকারী মোঃ ফজলে রাব্বী (২০), পিতা মোঃ জাহাজীত দিয়ে মাতা মোসাঃ সুফিয়া বেগম, জাতীয় পরিচয় পত্র না ৫৫০৮৯০৯০০১ ঠিকানা ( মোবাইল নং ০১৯৪৯৯৫৬০৭০।

এই মর্মে জানাচ্ছি যে, গত রোজ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া, ওয়ার্ড না ৫০ ইউনিয়ন/ওয়ার্ড এক মৃধী বাড়ি এলাকা থেকে আমার ডকুমেন্ট হারিয়ে গিয়েছে। নিম্নে আমার ডকুমেন্ট এর বিস্তারিত বিবরণ ও ঘটনার বিবরণ প্রদান করা হলো।

ঘটনার বিবরণ:

বর্ণিত শিক্ষার্থী পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড টি মৃত্তি বাড়ী বাসস্টান্ডে নিচে নিজের অজান্তে হারিয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভুক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।

ডকুমেন্ট এর বিবরণ

নাম: ফজলে রাব্বি
পিতা : জাহাঙ্গীর মিয়া
মাতা : সুফিয়া বেগম
রেজিষ্ট্রেশন নাম্বার : 1910608454
রোল নং: 521566
শিক্ষাবর্ষ : ২০২০-২০২১
মোবাইল নম্বর : 01949956070



আরও পড়ুন:

banner close
banner close