বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৫ ২০:২৬

শেয়ার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনার পর এক বাংলাদেশি অনুপ্রবেশ দায়ে ভারতীয় এক নাগরিককে আটক করে বিজিবির হাতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার পর তিস্তা ৬১ বিজিবির পক্ষ থেকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমার সীমান্তের ৮৯৪ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত হাসিবুল ইসলাম নামের ২২ বছর বয়সী ওই বাংলাদেশি সিংগীমারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

পরিবারের লোকজন জানায়, সীমান্ত এলাকায় থাকা নিজেদের জমি থেকে দুপুরে ঘাস কাটতে যায় হাসিবুল। ঘাস কাটার এক পর্যায়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে বিএসএফের একটি টহল বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে কোনো কারণ ছাড়াই খুব কাছ থেকে গুলি করে।

প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে হাসিবুল। এরপর রাইফেলের বাট দিয়ে তাকে আঘাত করা হয়। পরে তাকে টেনেহিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশিকে গুলি করার ঘটনায় বিজিবির আহবানে বিকেলে ওই সীমান্তে পতাকা বৈঠকে অংশ নেয় বিএসএফ। বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশিকে ফেরৎ চাওয়া হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবী বলেন, গুলিবিদ্ধ বাংলাদেশিকে ভারতের কুচবিহারের একটি হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি।

এ বিষয়ে তিস্তা ৬১ বিজিবি (সিও) মুসাঈদ মাসুমের তার মোবাইল ফোনে একাধিক কল দিল তিনি ফোন ধরেননি।



আরও পড়ুন:

banner close
banner close