বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে ৮ বিএনপি নেতাকে বহিষ্কার

প্রতিনিধি,সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৫ ২২:০০

আপডেট: ১৫ এপ্রিল, ২০২৫ ২২:০১

শেয়ার

সিরাজগঞ্জে ৮ বিএনপি নেতাকে বহিষ্কার
ছবি : বাংলা এডিশন
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ বহিষ্কারের তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুর রহমান মঞ্জু সিকদার, সাবেক সদস্য মো. নজরুল ইসলাম লেবু, আতাউর রহমান আতা, আনিছুর রহমান আনিছ, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু এবং সাবেক সদস্যসচিব আবুল কালাম সিকদার।
উপরোক্ত আট জনেরই দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
এর আগে ৪ এপ্রিল সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু ও যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে বহিষ্কারের সুপারিশ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি।'



আরও পড়ুন:

banner close
banner close