শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

চুয়াডাঙ্গায় পুলিশের সামনে হামলার শিকার নিপুন আর বেঁচে নেই

প্রতিনিধি,চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৫ ২০:২৯

শেয়ার

চুয়াডাঙ্গায় পুলিশের সামনে হামলার শিকার নিপুন আর বেঁচে নেই
ছবি : বাংলা এডিশন
চুয়াডাঙ্গায় পুলিশের সামনে হামলার শিকার হওয়া নিপুন সাহা আর বেঁচে নেই। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
নিহত নিপুন সাহা চুয়াডাঙ্গা জেলা শহরের বড়বাজার  বাসিন্দা এবং কৃষ্ণ সাহার ছেলে। নিহতের মা কাজল রাণী সাহা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে পুলিশের অনুমতি নিয়ে ছেলের মরদেহ চুয়াডাঙ্গায় আনা হবে। 
 
এর আগে, এর আগে শনিবার  রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের টাউন ফুটবল মাঠের পাশে দায়িত্বরত পুলিশ সদস্যদের সামনেই নিপুনকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেলে পাঠায়। সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।
 
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বাংলা এডিশন কে বলেন, গত শুক্রবার বড়বাজার এলাকায় তরমুজ কেনাবেচাকে কেন্দ্র করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বিরোধ হয়। ওই বিরোধ থেকে এই হামলা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
 
স্থানীয়রা জানান, গত শুক্রবার সন্ধ্যায় বড়বাজারে একটি তরমুজ ক্রয়ের পর তা সাদা পাওয়ায় এক ক্রেতা ফেরত দিতে চাইলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই রাতেই বিক্রেতা পক্ষের রুবেল ইসলাম রুবু ও আমিরুল ইসলাম কুপিয়ে জখম করা হয়। 
 
নিপুন সাহা এ ঘটনায় রুবেল ও আমিরুলের পক্ষে অবস্থান নেন। পরদিন শনিবার রাতে টাউন ফুটবল মাঠের সামনে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হলো।নিপুন সাহার বড় ভাই শান্তনু বলেন, তরমুজ নিয়ে কথাকাটাকাটির জের ধরে মামুন, জেবু ও রানাসহ একাধিক যুবক আমার ভাইকে কুপিয়েছিল বলে জেনেছি।
banner close
banner close