রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

ফেনীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫ ১৮:৫৭

শেয়ার

ফেনীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ফেনীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত কর্মসূচির আদলে এতে ফিলিস্তিনে গণহত্যার বিচার দাবিসহ ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেয়া হয়েছে।

সোমবার দুপুরে শহরের মিজান ময়দান থেকে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ফেনী’ প্ল্যাটফর্মের আয়োজনে এ কর্মসূচি শুরু হয়। পরে একটি প্রতিবাদ মিছিল শহরের ট্রাংক রোড, শহিদ শহিদুল্লা কায়সার সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিপাল গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

আয়োজক সূত্রে জানা যায়, এটি এখন পর্যন্ত ফেনীর ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সব থেকে বড় জমায়েত। যেখানে ফিলিস্তিনের পতাকা হাতে সকল রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। সমাবেশ থেকে ইসরায়েলি সকল পণ্য বয়কট করার প্রতিজ্ঞা করা হয়েছে।

এর আগে এদিন কর্মসূচিকে ঘিরে সকাল থেকে ফেনীর মিজান ময়দানে জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো জনতা এসে জড়ো হন।

banner close
banner close