শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

চট্টগ্রাম বার এসোসিয়েশন নির্বাচনে ভোট ছাড়াই ২১ পদে জয়ী হতে যাচ্ছেন বিএনপি-জামায়াত  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৫ ০৯:০৭

শেয়ার

চট্টগ্রাম বার এসোসিয়েশন নির্বাচনে ভোট ছাড়াই ২১ পদে জয়ী হতে যাচ্ছেন বিএনপি-জামায়াত  
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ১৩২ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে। ভোট ছাড়াই ২১টি পদে জয়ী হতে যাচ্ছেন বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীরা। শুক্রবার মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই শেষে দেখা যায়, প্রতিটি পদের বিপরীতে মনোনয়ন জমা পড়েছে মাত্র একজন করে। ফলে শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন ঘিরে উঠেছে নানা অভিযোগ। বিএনপি-জামায়াত ছাড়া আওয়ামী লীগ বা এলডিপি সমর্থিত কোনো আইনজীবীকেই মনোনয়ন ফর্ম সংগ্রহের সুযোগ দরয়া হয়নি, এমন দাবি করেছেন ভুক্তভোগীরা। মনোনয়ন ফর্ম বিতরণের দিন ব্যাপক হট্টগোল হয় এবং লিখিত অভিযোগ দিয়েও সাড়া মেলেনি বলে জানা গেছে।

ফলাফল অনুযায়ী, সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৪টি পদ পেয়েছেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা এবং ৭টি পদ গেছে জামায়াতপন্থিদের দখলে।

সভাপতি পদে আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি কাজী মো. সিরু, সহ-সভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুসসহ সব পদেই একক প্রার্থী। একইভাবে সম্পাদকীয় ও সদস্য পদেও কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আগেই উত্তেজনা তৈরি হয়। বিএনপি-জামায়াত ও আওয়ামীপন্থি আইনজীবীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির জেরে ৪ ফেব্রুয়ারি নির্বাচনি কমিটির পাঁচ কর্মকর্তা একযোগে পদত্যাগ করেন। এরপর ১৬ ফেব্রুয়ারি গঠিত হয় অ্যাডহক কমিটি, যারা নতুন তফসিল ঘোষণা করে ১৬ এপ্রিল ভোটের তারিখ নির্ধারণ করে। তবে শেষ পর্যন্ত প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় ভোটের প্রয়োজনই পড়লো না।

আইনজীবীদের মতে, এমন একতরফা নির্বাচন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ইতিহাসে এই প্রথম।

সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন বলেন, ‘আমরা ১৬ বছর ক্ষমতায় থেকেও কখনো প্রতিপক্ষকে নির্বাচন থেকে বাদ দেইনি, এবার তারা চক্ষুলজ্জাও রাখেনি।’

এই নির্বাচন সামনে রেখে সমিতির অভ্যন্তরীণ রাজনীতির যেভাবে দলীয় বিভাজন গভীর হয়েছে, তা নিয়ে উদ্বিগ্ন অনেক আইনজীবী।

banner close
banner close