বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

‍মহেশখালীতে বৃদ্ধকে গুলি করে হত্যা

প্রতিনিধি,কক্সবাজার

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৫ ১৮:০৯

শেয়ার

‍মহেশখালীতে বৃদ্ধকে গুলি করে হত্যা
ছবি : বাংলা এডিশন
কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় রাতের আঁধারে বাড়িতে ঢুকে এক বৃদ্ধকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
ওসি কাইছার বাংলা এডিশন কে বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির নাম আবুল হোসেন (৫৫)। কারা জড়িত এবং কেনো এমন ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহত আবুল হোসেনের ভাই মোহাম্মদ হোসেন দাবী করেন, জায়গা সম্পত্তির বিরোধ থেকে প্রতিপক্ষ হোসেন বহদ্দার, সোলেমান, লোকমান, ফরিদুল আলম, মঞ্জুর আলমের সঙ্গবদ্ধ দল বাড়িতে ঢুকে তার ভাই আবুল হোসেন কে গুলি করে। আহত অবস্থায় আবুল হোসেনকে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় ভাই হত্যার সুষ্ঠু বিচারের দাবী করেন মোহাম্মদ হোসেন।



আরও পড়ুন:

banner close
banner close