বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

নিখোঁজের  ১৬ দিন পর কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৫ ১১:২৯

আপডেট: ৯ এপ্রিল, ২০২৫ ১১:২৯

শেয়ার

নিখোঁজের  ১৬ দিন পর কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার
কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার।

রাজশাহীতে নিখোঁজের ১৬ দিন পর উদ্ধার হয়েছে কিশোরের অর্ধগলিত মরদেহ। উদ্ধারকৃত মরদেহটি নগরীর লিলি সিনেমা হল মোড়ের রিকশাচালক বাবু ইসলামের ছেলে রেজোয়ান ইসলামের।

মঙ্গলবার বিকালে নিখোঁজ হওয়ার পর করা মামলার প্রধান আসামি পাপ্পুর দেওয়া তথ্যের উপর নির্ভর করে নগরীর কাশিয়াডাঙ্গার তালপুকুর মহল্লার একটি ঘরে পুলিশি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় রেজোয়ানের মরদেহটি।

জানা গেছে, স্কুলের ঈদ ছুটিকালীন গত ২৩ মার্চ দুপুর নাগাদ প্রতিবেশি পাপ্পু নামের এক যুবক জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাটে নিয়ে যায় রেজোয়ানকে।পরে রেজোয়ানের আর বাড়ি ফেরা হয়নি। এ ঘটনায় ওই রাতেই রেজোয়ানের বাবা বাবু ইসলাম একটি মামলা দায়ের করলে পুলিশ তৎপর হয়।

বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি পাপ্পুসহ তার ভাই পিয়াস (২০), পার্শ্ববর্তী জেলার হরিপুর এলাকার রাসেল (৪০), মানিক (২২) ও রিপনকে গ্রেফতার করে পুলিশ। গত সোমবারে আসামীদের রিমান্ডে নেয়া হলে মঙ্গলবার বিকেলে পাপ্পুর দেওয়া তথ্যেও ভিত্তিতে রেজোয়ানের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

দামকুড়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, ইটের আঘাতে মুখ থেঁতলে দেওয়া হয়েছে রেজোয়ানের। ইতিমধ্যেই মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, রিমান্ড জিজ্ঞাসাবাদে হত্যার কারণ "রেজোয়ানের কাছ থাকা তার বাবার অটোরিকশাটি ছিনিয়ে নেয়াই" স্বীকার করেছেন আসামিরা।



আরও পড়ুন:

banner close
banner close