সোমবার

৫ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

হরিরামপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন

প্রতিনিধি,মানিকগঞ্জ (হরিরামপুর)

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫ ১৫:৪২

শেয়ার

হরিরামপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন
ছবি : বাংলা এডিশন
"জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে" প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার সকালে উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে উপজেলার আন্ধারমানিক পদ্মাপাড় মৎস আড়তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) ইমতিয়াজ মাহাবুব, জেলা মৎস্য অফিসার মো. সাইফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আশরাফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মুহাম্মদ মুমিন খান।
 
উপজেলা মৎস্য অফিসার মো. নূরুল ইকরামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মাহাবুবুল হক, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা লাভলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জের সমন্বয়ক ইশরাক ফারহান হিমেল ও উপজেলা জেলে প্রতিনিধি নেপাল হসলদার প্রমুখ।
banner close
banner close