সোমবার

৫ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

সিরাজগঞ্জে শিশু অপহরণ ও মুক্তিপন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫ ১৫:১৭

শেয়ার

সিরাজগঞ্জে শিশু অপহরণ ও মুক্তিপন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

শিশু অপহরণ ও মুক্তিপন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর যৌথ দল। রোববার রাতে সিংগাইর উপজেলার জাইগীর বাজার এলাকার প্রণয় মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া আসামির নাম খন্দকার মোয়াজ্জেম হোসেন ওরফে নুরুল ইসলাম । তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সামইদিঘী গ্রামের মৃত আকবর আলী মেম্বারের ছেলে।

মঙ্গলবার র‌্যাব-১২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।, মোয়াজ্জেম হোসেন মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানি এবং র‌্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি-৩ এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।

banner close
banner close