সোমবার

৫ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

ফরিদপুরে বাস উল্টে খাদে, নিহত ৭

প্রতিনিধি,ফরিদপুর

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫ ১৫:১৪

শেয়ার

ফরিদপুরে বাস উল্টে খাদে, নিহত ৭
ছবি : বাংলা এডিশন

ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদর উপজেলার বাখুণ্ডা নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুইজন নারী, চারজন পুরুষ ও এক শিশু রয়েছে। 

মঙ্গলবার  সকাল সোয়া ১১টার দিকে ফরিদপুরের সদর উপজেলার বাখুণ্ডা শরীফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— জেলার নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামে জোয়ার সরদার (৭০), তার ছেলে ইমান সদ্দার (২৫), সন্তোষী এলাকার ভারতী সরকার (৪২), কাঠিয়া বড়গ্রামের দিপা খান (৩৬) ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বাসিন্দা আজিবর (৪৬), ফরিদপুর জেলা সদরের হাজিগঞ্জ এলাকার আলম শেখ (৪৬)।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে অন্তত ৪০ জনের মতো আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৬ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাঙ্গা-ফরিদপুরগামী ফারাবী ডিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়।

banner close
banner close