নানা অনিয়ম ও দুনীর্তির অভিযোগে সাভারে রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজ তদন্তে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)। এ সময় প্রকল্পের কাজে ঠিকাদারী প্রতিষ্ঠান শিকদার এন্টারপ্রাইজের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানান দুদক কর্মকর্তা।
সোমবার দুপুরে সাভার পৌর সভার বিভিন্ন স্থানে নির্মিত এসব রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করে দুদুক। এ অভিযান পরিচালনা করেন দুদুকের সহকারী পরিচালক আরিফ আহমেদের নেতৃত্বে তিন সদস্যের দল।
সহকারী পরিচালক আরিফ আহমেদে বলেন, ‘সাভারের বিভিন্ন এলাকায় সাভার পৌরসভার আইইউ আই ডিপির প্রকল্পের বরাদ্দকৃত এক কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে একটি প্যাকেজে তিনটি রাস্তা ও একটি ড্রেনের নির্মাণ কাজ করছে শিকদার কনন্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু রাস্তা ও ড্রেনের কাছে ডাবল রডের বদলে সিঙ্গেল রড দিয়ে কাজ করা হচ্ছে।’
এ সময় তারা রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজে অনিয়ম পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটার কাদের শিকদার ও সাভার পৌরসভা কতৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়েরসহ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
নিম্ন মানের কাজ করায় এলাকাবাসী কঠোর শাস্তি দাবি করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ও সাভার পৌরসভা কতৃপক্ষের বিরুদ্ধে।
আরও পড়ুন:








