বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

ছুটি শেষে আজ থেকে আবারো চালু হচ্ছে ভোমরা স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৫ ০৮:৩৫

আপডেট: ৬ এপ্রিল, ২০২৫ ০৮:৩৬

শেয়ার

ছুটি শেষে আজ থেকে আবারো চালু হচ্ছে ভোমরা স্থলবন্দর
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৯ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত বন্দর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর।

রোববার সকাল ৯টা থেকে পুনরায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পুরোদমে শুরু হবে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ‘গত ২৯ মার্চ থেকে ৫ পর্যন্ত ঈদের ছুটি ও সাপ্তাহিক বন্ধের কারণে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। তবে রোববার থেকে সব কার্যক্রম আবার স্বাভাবিকভাবে চালু হবে।’

তিনি বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা এবং বাংলাদেশের ভোমরা স্থলবন্দর, উভয়পাশ থেকেই আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।’

এদিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, ছুটির মধ্যেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। যাত্রীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সীমান্ত অতিক্রম করতে পেরেছেন।

বন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকাল থেকেই কার্যক্রম পুরোদমে শুরু হবে এবং সকল ব্যবসায়িক কর্মকাণ্ড আবারো সচল হয়ে উঠবে।



আরও পড়ুন:

banner close
banner close