বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

গাজীপুরে কমিউটার ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৫ ১২:৫২

শেয়ার

গাজীপুরে কমিউটার ট্রেনে আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুরের সাতখামাইরে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে আগুন লেগেছে। এ ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় ট্রেনের একটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। আশপাশের এলাকা ধোয়ায় ছেয়ে গেছে।

চলন্ত অবস্থায় আগুন লাগলে সাতখামাইর স্টেশনের কাছে ট্রেনটি থামানো হয় বলে জানান জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের।

শ্রীপুর ফায়ার সার্ভিসে কর্তব্যরত ফায়ার ফাইটার রেজাউল করিম জানান, ‘ট্রেনে আগুন লাগার খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।’

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন রেজাউল করিম।



আরও পড়ুন:

banner close
banner close