বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

টঙ্গীর কলেজগেট এলাকার মিত্তি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৫ ১৬:১৪

আপডেট: ২ এপ্রিল, ২০২৫ ১৬:৫৯

শেয়ার

টঙ্গীর কলেজগেট এলাকার মিত্তি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

টঙ্গীর কলেজগেট এলাকার মিত্তি বাড়ির বটতলাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

একটি ব্যাটারি চালিত অটো রিক্সার গ্যারেজ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। দুপুর একটার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে আধা ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ধারণা করা হচ্ছে ব্যাটারী চালিত অটোরিক্সার গ্যারেজের বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বেশ কয়েকটি অটোরিক্সা পুড়ে গেছে।

আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ জহির। তবে নির্দিষ্ট করে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



আরও পড়ুন:

banner close
banner close