বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

দেশের চার অঞ্চলে মৃদু তাপপ্রবাহ, পঞ্চগড়ে এখনো কুয়াশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৫ ১১:০১

শেয়ার

দেশের চার অঞ্চলে মৃদু তাপপ্রবাহ, পঞ্চগড়ে এখনো কুয়াশা
ছবি: সংগৃহীত

ঋতুচক্রে শীত বিদায় নিলেও বসন্তেও রয়ে গেছে শীতের ছোঁয়া। দিনে গরম অনুভূত হলেও উত্তরের জেলা পঞ্চগড়ে রাতে রয়ে গেছে শীতের পরশ। চৈত্রের সকালেও এ জেলায় দেখা গেলো পৌষের কুয়াশা।

বুধবার সকাল ৬টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ে শীতের এই পরশ থেকে গেলেও দেশের চার অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী পঞ্চগড়ের পাশের জেলা দিনাজপুরেই বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এ ছাড়া রাজশাহী বিভাগ, সৈয়দপুর এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সকাল সাড়ে ৭টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার দর্জিপাড়াসহ বেশ কিছু এলাকায় দেখা যায় কুয়াশা জড়ানো প্রকৃতি। আকাশে দেখা গেছে মেঘও। চৈত্রের শেষ সময়ে সকালে এমন কুয়াশা দেখে অবাক হচ্ছেন অনেকে।



আরও পড়ুন:

banner close
banner close