বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

গাইবান্ধর সাদুল্লাপুরে ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৫ ১৬:৩৫

শেয়ার

গাইবান্ধর সাদুল্লাপুরে ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে একজন নিহত
ছবি: সংগ্রিহিত

গাইবান্ধায় ট্রাক্টর ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মুসা মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রী মুসা মিয়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান সড়কে আসা একটি ট্রাক্টরকে এড়াতে না পেরে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপে থাকা যাত্রীদের মধ্যে পাঁচজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সেখানে একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার।



আরও পড়ুন:

banner close
banner close