বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেলের দীর্ঘ সারি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫ ১৭:২৭

শেয়ার

ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেলের দীর্ঘ সারি
ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেলের দীর্ঘ সারি।

সিরাজগঞ্জে যমুনা সেতু-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে গাড়ি। তবে মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল অনেক বেশি চলাচল করছে। গত ২৪ ঘণ্টায় বুধবার (২৬ মার্চ)' রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে ৬ হাজার ১৯৫টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন লাখ নয় হাজার ৭৫০ টাকা।

মহাসড়ক সংশ্লিষ্টরা জানান, ঈদের দিন-ক্ষণ যতই ঘনিয়ে আসছে মহাসড়কে যানবাহনের চাপ ততই বাড়ছে। তবে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক), যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

বাসেক’র যযুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে নয়টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এছাড়া দুই পাশেই মোটরসাইকেলের জন্য আলাদা দুটি করে বুথ রয়েছে। এতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছেন।



আরও পড়ুন:

banner close
banner close