বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

সুন্দরবনের হিরণ পয়েন্ট থেকে ইঞ্জিন বিকল হয়ে চরে আটকে পড়া ৩ জেলে উদ্ধার

প্রতিনিধি,বাগেরহাট

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫ ১৪:০৪

শেয়ার

সুন্দরবনের হিরণ পয়েন্ট থেকে ইঞ্জিন বিকল হয়ে চরে আটকে পড়া ৩ জেলে উদ্ধার
ছবি : বাংলা এডিশন
সুন্দরবনের হিরণ পয়েন্ট থেকে ইঞ্জিন বিকল হয়ে চরে আটকে পড়া ৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এই তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায়, হিরণ পয়েন্ট এলাকায় ৩ জন জেলে ইঞ্জিন চালিত কাঠের বোট বিকল হয়ে চরে আটকে রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট দুবলা কর্তৃক তৎক্ষণাৎ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে হিরণ পয়েন্ট পোর্ট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে ৩ জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদেরকে বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
উদ্ধারকৃত সকলেই বাগেরহাটের রামপাল থানার বাসিন্দা।



আরও পড়ুন:

banner close
banner close