বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৫ ১৪:২১

শেয়ার

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টর ও পিকআপের সংঘর্ষে প্রতাপ সরকার নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ট্রাক্টরচালক। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল ৬টার দিকে উপজেলার সাপাহার-নজিপুর আঞ্চলিক সড়কের মল্লিকপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক্টরচালক প্রতাপ সরকার সাপাহার উপজেলা সদরের তুড়িপাড়া গ্রামের সুধা সরকারের ছেলে।

পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সাপাহার-নজিপুর আঞ্চলিক সড়কের মল্লিকপুর নামক স্থানে নওগাঁগামী একটি পিকাপ এবং সাপাহারগামী একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

আহতদের সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক্টরচালক প্রতাপ সরকারকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।



আরও পড়ুন:

banner close
banner close