বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

গাজীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫ ১২:০৯

শেয়ার

গাজীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার।

গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রী সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৩ মার্চ) সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, স্ত্রী সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতরা হলেনমো. নাজমুল ইসলাম (২৯), স্ত্রী খাদিজা আক্তার (২২) তাদের বছরের সন্তান নাদিয়া আক্তার।নিহত নাজমুল টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে। তিনি নেশাগ্রস্থ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কাশিমপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. ইফতেখার হোসেন বলেন, শ্বশুরের দেওয়া বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন নাজমুল। গতরাত ১১টার দিকে তারা ঘুমাতে যান। ঘুমানোর ঘর ভেতর থেকে আটকানো ছিল। তারা ঘুম থেকে না ওঠায় শ্বশুর ঘরের পেছন দিয়ে জানালা টেনে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে মেয়ে চার বছর বয়সী নাতনীর নিথর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সকাল ১০ টার দিকে নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আরও পড়ুন:

banner close
banner close