বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

কক্সবাজার সীমান্তে আরকান আর্মির গুলিতে বাংলাদেশিসহ দুইজন আহত  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫ ১৪:০৭

শেয়ার

কক্সবাজার সীমান্তে আরকান আর্মির গুলিতে বাংলাদেশিসহ দুইজন আহত  
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশিসহ দুই জন আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে শূন্য রেখা সীমান্ত সংলগ্ন ঘুমধুম-কক্সবাজার সীমানা ঘেঁষা ভাজাবুনিয়া গ্রামের চিতারখুমে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঘুমধুম তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের পুত্র মোহাম্মদ জাহাঙ্গীর ও ভাজাবুনিয়া গ্রামের আব্দুল হাকিমের পুত্র মো. হোসাইন, তিনি রোহিঙ্গা।

স্থানীয়রা জানান, কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪-৩৫। এর মধ্যবর্তী স্থানের শূন্য লাইন হতে আনুমানিক ২০০ মিটার পূর্ব দিকে মিয়ানমারের ভেতরে আরাকান আর্মিরা একটি কবরস্থান দখল করে রেখেছে। রাতে ওই স্থান থেকে আরাকান আর্মির সদস্যরা সাত থেকে আট রাউন্ড গুলি ছোড়ে।

তারা জানান, গুলিবিদ্ধদের উদ্ধার করে স্থানীয়রা উখিয়ার কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে।

তাদের দাবি, যে জায়গায় তারা গুলিতে আহত হয়েছেন, সেখানে চোরাকারবারিদের আনাগোনা রয়েছে।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, ‘আহত দুই যুবকের পায়ে গুলি লেগেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।’



আরও পড়ুন:

banner close
banner close