বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫ ০৯:৩৫

শেয়ার

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা ও ভারতে মুসলিমদের ওপর আক্রমণের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় কোর্ট মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, জাতীয় ইমাম সমিতির নেতা মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ উল্লাহ আরিফী, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা শাহজাহান, মাও. মাহবুবুর রহমান, সচেতন নাগরিক কমিটি-সুজনের সাধারণ সম্পাদক এসকে হাসিব প্রমুখ।

বক্তারা ফিলিস্তিনের প্রতি ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানান। দ্রুত সময়ের মধ্যে এই বর্বরতা বন্ধের আহ্বান জানান।

এই মুসলিম গণহত্যা বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা।



আরও পড়ুন:

banner close
banner close