বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

চোরাই পথে আনা ভারতীয় কসমেটিক, কাপড়সহ কারবারি গ্রেফতার 

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫ ১৬:৪৯

আপডেট: ১৫ মার্চ, ২০২৫ ১৬:৪৯

শেয়ার

চোরাই পথে আনা ভারতীয় কসমেটিক, কাপড়সহ কারবারি গ্রেফতার 
কাপড়সহ কারবারি গ্রেফতার ।

শেরপুরের ঝিনাইগাতীতে ভারত থেকে চোরাই পথে আনা হেয়ার কন্ডিশনার, লুঙ্গি ও বিভিন্ন ধরণের থান কাপড়সহ এক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার (১৫ মার্চ) দুপুরে মামলার পর গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে, একইদিন ভোরে উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ আমীর হোসেন (৩৩), ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম, এসআই কামরুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ ঘোষসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালায়। এসময় ভারত থেকে চোরাই পথে আনা চারটি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার, তিনটি বস্তায় ১৮১টি লুঙ্গি ও ১০২০ মিটার বিভিন্ন ধরণের থান কাপড়সহ চোরাকারবারি আমীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃত আমীর হোসেনকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।



আরও পড়ুন:

banner close
banner close