বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে মাদক পাচারকালে দুই যুবক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫ ১৫:০২

শেয়ার

সিরাজগঞ্জে মাদক পাচারকালে দুই যুবক গ্রেফতার
ছবি: সংগৃহীত

র‌্যাব-১২ এর অভিযানে সিরাজগঞ্জ জেলায় অভিনব কায়দায় লাগেজের ভেতর মাদক পরিবহনের সময় ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার বিকাল ৬টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার কড্ডার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গাঁজা ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ ১ হাযার ৭৮০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার জেলার মো. বিল্লাল মিয়া ও হবিগঞ্জ জেলার মো. আজহারুল ইসলাম ওরফে নয়ন ।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে গোপনে বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।'



আরও পড়ুন:

banner close
banner close