শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

সিরাজগঞ্জে ভারতীয় ব্র্যান্ডের সুতাসহ আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫ ১১:২৭

শেয়ার

সিরাজগঞ্জে ভারতীয় ব্র্যান্ডের সুতাসহ আটক ২
ভারতীয় ব্র্যান্ডের সুতাসহ আটক ২

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্রি নিষিদ্ধ ভারতীয় ব্র্যান্ডের ১১০ পাউন্ডসুতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ)। দুপুর এনায়েতপুর কেজির মোড় এলাকা থেকে স্থানীয় লোকজন সুতা বোঝাই দুইটি রিকশাভ্যান আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে সুতা জব্দ করে।

আটক দুই ভ্যান চালক হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহেব আলী (৩৩) ও মুকুন্দগাঁতি গ্রামের রহম আলীর ছেলে হাসান আলী (৩৫), ও

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রওশন ইয়াজদানী বলেন, উদ্ধার হওয়া সুতা পোশাক কারখানায় ব্যবহারের জন্য শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা হয়েছে। কিন্তু একটি চক্র নিয়ম বর্হিভূতভাবে সিরাজগঞ্জের তাঁত শিল্প

অধ্যুষিত বেলকুচি ও এনায়েতপুর বিক্রি করছে। আজ দুটি রিকশাভ্যানে থাকা ১১০ পাউন্ড সুতা পাচারের সময় স্থানীয় জনতা আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে দুই রিকশাভ্যান চালকে আটক ও সুতা জব্দ করে থানায় আনা হয়। এ ঘটনায় মামলার দায়ের করা হয়েছে।

 

banner close
banner close