শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবির আওয়ামীপন্থী শিক্ষক

প্রতিনিধি, ইবি

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫ ১৭:৩৪

শেয়ার

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবির আওয়ামীপন্থী শিক্ষক
ছবি: বাংলা এডিশন

জুলাই আন্দোলনে বিরোধিতা ও হলের নাম পরিবর্তনে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি শহীদুল ইসলামকে ধাওয়া দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রশাসন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, প্রশাসন ভবনে ভর্তি কমিটির একটি মিটিংয়ে অংশ নেন বিভাগীয় সভাপতিরা। আওয়ামীপন্থী শিক্ষকদের উপস্থিতির খবর পেয়ে শিক্ষার্থীরা মিটিং রুমের বাইরে অবস্থান নিয়ে আওয়ামী দোসরদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় আওয়ামীপন্থী শিক্ষকরা মিটিং রুম থেকে বের হয়ে যান।

একপর্যায়ে মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি শিক্ষক শহীদুল ইসলাম প্রশাসন ভবন থেকে বের হয়ে ভ্যানে উঠে বিভাগের উদ্দেশ্য রওয়ানা হন। এ সময় পিছন থেকে শিক্ষার্থীরা শহীদুল ইসলামকে ধাওয়া দেন। পরে তিনি বিভাগের সভাপতির কক্ষে অবস্থান নেন। এ সময় বিভাগীয় সভাপতির কক্ষের বাহিরে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডির মধ্যস্থতায় তাকে বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে করে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

শিক্ষার্থীদের ভাষ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদুল ইসলাম প্রকাশ্যে বিরোধিতা করেন। ওই সময় আন্দোলনকে নৈরাজ্য আখ্যা দিয়ে শাপলা ফোরামের ব্যানারে করা মিছিলে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। শিক্ষার্থীদের অভিযোগ তিনি এখনও আওয়ামীলীগের পক্ষে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালান।

এসব অভিযোগের বিষয়ে মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি শহীদুল ইসলাম গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, মিটিংয়ে অংশগ্রহণের জন্য চিঠিতে সব অনুষদের ডিন ও সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়। মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি তার নিরাপত্তার বিষয়ে আমাদের অবহিত করেননি। সভা শেষে আমরা তাকে ভ্যানে তুলে দিয়েছি। উত্তপ্ত পরিস্থিতিতে তাকে নিরাপত্তা দিয়ে ক্যাম্পাস থেকে সরিয়ে নেয়া হয়েছে। তার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। পরবর্তীতে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

banner close
banner close