
বুয়েটে চান্স পাওয়া শান্ত বিশ্বাসের পাশে তারেক রহমান।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল বুয়েটে চান্স পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মেধাবী শিক্ষার্থী শান্ত বিশ্বাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে।'
'সোমবার (১০ মার্চ), সন্ধ্যা সাড়ে ৭টায় একটি প্রতিনিধি দল সাক্ষাত করেন। প্রতিনিধি দলে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সিরাজগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক রুমানা মাহমুদ, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন ও মিরপুর থানা বিএনপি নেতা শাকিল মোল্লা প্রমুখ।'
এ সময় আতিকুর রহমান রুমন বলেন, “তারেক রহমান আজ একটি দৈনিক পত্রিকায় শান্ত বিশ্বাসের সংগ্রামের খবর দেখে আমাদের এখানে পাঠিয়েছেন। তিনি শান্ত বিশ্বাসের উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রতি মাসে শিক্ষা ভাতা প্রদান করবেন।”
শান্ত বিশ্বাস দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন মেধাবী শিক্ষার্থী। তার বাবা জয়কৃষ্ণ বিশ্বাস গ্রামে শিঙাড়া বিক্রি করেন, আর মা কল্পনা বিশ্বাস সুতা কেটে সংসার চালান। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে শান্ত বিশ্বাস বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন, তবে আর্থিক সংকটের কারণে তার পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছিল।
'তারেক রহমানের সহায়তায় শান্ত বিশ্বাসের শিক্ষাজীবন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তার পরিবার। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমরা বিএনপি পরিবার ও তারেক রহমান এর প্রতি।'
আরও পড়ুন: