
মানিকগঞ্জের হরিরামপুরে চাঁদাবাজ, সন্ত্রাসী, ইভটিজিং ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ থেকে বৃহত্তর ঝিটকার সর্বস্তরের জনগণের ব্যানারে মিছিলটি শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মানববন্ধনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী হিপু বলেন, সম্প্রতি ঝিটকা বাজারে চাঁদাবাজি বেড়ে গেছে। এছাড়া বৃহত্তর ঝিটকা অঞ্চলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম বেড়ে গেছে। স্কুল কলেজ সড়কে ইভটিজিং বেড়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
হরিরামপুর টিচিং ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি জুমাত আলী মাস্টার বলেন, চাঁদাবাজির কারণে ঝিটকা বাজারের নিরীহ ব্যবসায়ীসহ স্থানীয়রা অতিষ্ঠ। স্কুল কলেজের সামনের সড়কে ইভটিজিং ও বেড়েছে।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম জাফর আলম, উপজেলা হরিরামপুর টিচিং ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি জুমাত আলী মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম খান মিশুক, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল শিকদার, গালা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সুমন, কৌড়ি এম এ রউফ ডিগ্রি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ শিকদার তমাল, সামাজিক সংগঠন সম্মিলিত প্রয়াসের সভাপতি টিপু শিকদারসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: