শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫ ১২:৩৬

শেয়ার

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার
পাঁচ ডাকাত গ্রেপ্তার। বাংলা এডিশন

কাটা রাইফেল, ম্যাগজিন, তাজা গুলি, ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলার মুলাদী উপজেলার নাজিরপুর নৌ-পুলিশের সদস্যরা। জয়ন্তী নদীর চরকালেখান ইউনিয়নের পূর্ব বানিমর্দন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। 

নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিত্বে একদল পুলিশ নিয়ে জয়ন্তী নদীর বানিমর্দন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ দুস্কৃতকারীরা ডাকাতি করা ইঞ্জিনচালিত ট্রলার, পল্টুন ও ভেক্যু ফেলে পালানোর চেস্টাকালে স্থানীয়দের সহায়তায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-পাশ্ববর্তী গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামের ইদ্রিস ফকির, বাবুগঞ্জের আগরপুরের চর ফতেপুর গ্রামের ফিরোজ আকন, নতুন চর জাহাপুর গ্রামের সায়েম বেপারী, বরিশালের কাশিপুর এলাকার মো. মহিউদ্দিন ও কোতয়ালি মডেল থানা এলাকার হাবিব হাওলাদার।

পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কাটা রাইফেল, ম্যাগজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, ধারালো অস্ত্র, ডাকাতি করা ইঞ্জিন চালিত ট্রলার, ভেকু, পল্টুনসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের সোমবার বিকেলে থানায় সোর্পদ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে নৌ-পুলিশের একটি সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ বিকেলে অস্ত্রের মুখে জিম্মি করে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলমের ইটভাটা থেকে পল্টুন ও ভেকু নেয় ডাকাতরা। পরে ওই ভেকু ও পল্টুন কালকিনির কয়ারিয়া ইউনিয়নের জনৈক নূর মোহাম্মাদ মোল্লার ইট ভাটায় রাখা হয়। রবিবার দিবাগত রাতে ডাকাতি করা পল্টুন ও ভেকু বাবুগঞ্জ উপজেলার চরভুতেরদিয়া গ্রামের মৃত কাদের প্যাদার ছেলে ডাকাতিসহ একাধিক মামলার আসামি সহিদ প্যাদার আস্তানায় নেওয়া হচ্ছিলো। 

মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে নিয়মিত মামলা দায়ের করেছে। পাশাপাশি গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই দলের অন্যান্য সদস্য ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

 

banner close
banner close