বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

তরুনদের নতুন উদ্যোক্তা বানাতে কাজ করা হচ্ছে: শ্রম ও কর্মসংস্থান সচিব

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:৫৮

শেয়ার

তরুনদের নতুন উদ্যোক্তা বানাতে কাজ করা হচ্ছে: শ্রম ও কর্মসংস্থান সচিব
ছবি: সংগৃহীত

দেশের উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশ দক্ষ জনশক্তি চায়, কিন্তু আমরা তা দিতে পারছি না। আমাদের অসংখ্য জনশক্তি থাকলেও দক্ষতার অভাব রয়েছে। তাই আমাদের বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির হলরুমে ‘তারুণ্যের ভাবনায় কর্মসংস্থান’ শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সচিব সফিকুজ্জামান বলেন, দেশে অনেক শিক্ষার্থী শুধুমাত্র ভালো পাত্রী বা পাত্র হওয়ার মানসিকতা নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে। এটা পরিবর্তন করতে হবে। আমাদের বড় স্বপ্ন দেখতে হবে এবং দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘বরিশালে অনেক সম্ভাবনাময় পর্যটন এলাকা রয়েছে। এসব স্থান অর্থনৈতিক সমৃদ্ধির বড় উৎস হতে পারে। পাশাপাশি কৃষকদের কাছ থেকে সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌছানোর ব্যবস্থা করতে হবে, যাতে বাজারের অস্থিরতা কমে।’

সচিব তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘টিকটক, ফেসবুকে সময় নষ্ট না করে নিজেদের দক্ষ করে গড়ে তোলো। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণদের উদ্যোক্তা বানাতে আমরা কাজ করছি।’

বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় গেস্ট অব অনার ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম, বরিশাল সরকারি কলেজের উপাধ্যক্ষ লতিফা আক্তার, বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গোলাম কবির, বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ আল ইমরান। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ আখতারুজ্জামান খান।



আরও পড়ুন:

banner close
banner close