বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩ শাওয়াল, ১৪৪৬

সরাইলে ১ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করে শেষ রক্ষা হলো যুবদল নেতার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:৫০

আপডেট: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:০০

শেয়ার

সরাইলে ১ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করে শেষ রক্ষা হলো যুবদল নেতার
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফসলি জমির মাটি কাটার অপরাধে শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ জাকির হোসেনকে আটক করে ১ লক্ষ টাকা অর্থদন্ড অন্যথায় ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছিল মোবাইল কোর্ট।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এ সাজা প্রদান করেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনীরা কায়ছান।

পরবর্তীতে নগদ ১ লক্ষ টাকা অর্থ দন্ড দিয়ে রক্ষা পান যুবদল নেতা জাকির হোসেন। 

বিষয়টি নিশ্চিত করে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনীরা কায়ছান বলেন, অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইন, ২০১০ এর ৫ (১) ধারা ভঙ্গ করায় ১৫ (১) ধারায় অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। অর্থদন্ড নগদ পরিশোধ করে দেওয়ায় তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

banner close
banner close