বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩ শাওয়াল, ১৪৪৬

আটক হলেন আমজাদ হত্যা মামলায় রহস্যময়ী নারী পরকীয়া প্রেমিকা সাজেদা বেগম

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৩৬

শেয়ার

আটক হলেন আমজাদ হত্যা মামলায় রহস্যময়ী নারী পরকীয়া প্রেমিকা সাজেদা বেগম
ছবি: সংগৃহীত

অনেক জল্পনা কল্পনা শেষে মানিকগঞ্জের হরিরামপুরের বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামে মো. আমজাদ হোসেন হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে রহস্যময়ী নারী আমজাদের পরকীয়া প্রেমিকা গৃহবধূ সাজেদা বেগমকে আটক করে থানা পুলিশ।

১৭ ফেব্রুয়ারী রাত আটটার দিকে উপজেলার সরফদিনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন থানা ওসি মুহাম্মদ মুমিন খান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে নিহত হন সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেন ছেলে আমজাদ হোসেন। ১১ তারিখ সকালে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় সন্দেহের তালিকায় উঠে আসে পরকীয়া প্রেমিকা সাজেদা বেগমের নাম।

সে একই গ্রামের উজ্জ্বল খানে দ্বিতীয় স্ত্রী। ঘটনার একদিন পর থেকেই গা ঢাকা দেন সাজেদা বেগম। সোমবার সন্ধ্যার পর সে নিজ বাড়ি সরফদিনগর আসলে এলাকাবাসী তাকে আটক করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ওসি মুহাম্মদ মুমিন খান জানান, সাজেদা বেগম বাড়িতে আসলে গ্রামবাসী তাকে আটক করে আমাদের খবর দেয়। এরপর সাজেদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়।

উল্লেখ, গত ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতের যেকোনো সময় হত্যার শিকার হন আমজাদ হোসেন। পরের দিন মঙ্গলবার সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদীনগর ও শ্রীকৃষ্ণপুর এলাকার মাঝে পিঁয়াজ ক্ষেতের পাশে ডাঙ্গার পাড়ে আমজাদ হোসেনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারকে জানালে পরিবারের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে ওই দিন রাতেই লাশ দাফন করা হয় এবং নিহতের বাবা বেলায়েত হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২। মামলায় সন্দেহভাজন একজনসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করা হয়।

রহস্যজনক এ হত্যাকান্ড নিয়ে এলাকার একাধিক সূত্র জানায়, আমজাদের সাথে একই গ্রামের গৃহবধূ সাজেদা বেগমের দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল বলেও গুঞ্জন রয়েছে। এছাড়াও লাশের পকেটে থাকা ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটও জব্দ করে থানা পুলিশ। পরকীয়া ও মাদক যেকোনো বিষয়েই আমজাদ খুন হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

তবে ঘটনার পর থেকে  পলাতক রয়েছেন পরকীয়া প্রেমিকা গৃহবধূ সাজেদা বেগম। এতে করে সন্দেহের তীর এখন অনেকটাই তার দিকে, এমনটিই মন্তব্য করেন স্থানীয়রা।

banner close
banner close