বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩ শাওয়াল, ১৪৪৬

অভিজাত ভবনের সৌন্দর্য রক্ষায় শত বছর বয়সী বৃদ্ধার টিনের ঘর ভাংতে চান ভবন মালিকরা

প্রতিনিধি, ফেনী

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:৪০

শেয়ার

অভিজাত ভবনের সৌন্দর্য রক্ষায়  শত বছর বয়সী বৃদ্ধার টিনের ঘর ভাংতে চান ভবন মালিকরা
ছবি: বাংলা এডিশন

অভিজাত ভবনের সামনে ছোট টিনের ঘর। ঘরটিতে বসবাস করেন ১০০ বছর বয়সী বৃদ্ধা আয়েশা খাতুনের পরিবার। আয়েশা খাতুনের সঙ্গে তার মেয়ে রাবেয়া দম্পতিও বসবাস ওই ঘরে। এলাকাবাসীর কাছে অসহায় হিসেবে পরিচিত এই পরিবারটি।

জমিসহ এই ঘর ও অল্প কিছু চাষের জমি এই পরিবারের শেষ সম্বল। তবে অভিজাত ভবনের সামনে থাকা প্রতিবেশির টিনের ঘরটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ভবন মালিকদের। ভবন মালিক মৃত আবুল হোসেনের ওয়ারেশগণ ঘরটি ভেঙ্গে দিতে বিভিন্ন সময় পরিবারটির উপর নানভাবে অত্যাচার করছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বাছাইরগাঁও গ্রামে। জানা যায়, ভবনটির সৌন্দর্যে বিঘ্ন ঘটার কারণে ঘরটি ভেঙ্গে দিতে অসহায় পরিবারটির উপর বল প্রয়োগ করছেন আবুল হোসেনের ওয়ারেশগণ।

স্থানীয়দের সাথে কথা বললে তারা বাংলা এডিশনকে জানায়, দীর্ঘদিন ধরে বৃদ্ধ আয়েশা ও তার মেয়ে রাবেয়া স্বামী সন্তানের সাথে বসবাস করছেন এই ঘরে। ঘর ভেঙ্গে জমি ফাঁকা করে দেয়ার জন্য এই পরবারের সকল সদস্যদের উপর শারীরিক নির্যাতনসহ বিভিন্নভাবে হয়রানীর করা হয়।

অসহায় পরিবারটি ঘর ভেঙ্গে জায়গা ফাঁকা করতে রাজি না হওয়ায় অবৈধ টাকা ও ক্ষমতার দাপট দেখিয়ে জমিসহ ঘরের জায়গাটি দখল করতে চাপ দেয়া হয়। এ বিষয়ে গ্রামবাসী একাধিকবার সমাধান করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে জানা যায়। থানায় মামলা করেও সমাধান পাইনি আয়েশার পরিবার। এবিষয়ে সমাধান পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন পরিবারটি। 
 
অভিযোগ আছে, ইতিপূর্বে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে অত্যাচার করা হত। শেখ হাসিনার পতনের পরও নানাভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে।  

গত ৭ ফেব্রুয়ারি আয়েশার ঘরে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। সেসময় ঘরে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র সহ নগদ টাকা লুট করা হয়েছে বলে দাবি করেন তারা।

স্থানীয়রা জানায়, অবৈধ টাকার জোরে পুরো গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে প্রভাবশালী আবুল হোসেন ওয়ারেশগণ।  রাবেয়ার স্বামী জাহাঙ্গীর বাংলা এডিশনকে জানায়, ক্ষমতার দাপট দেখিয়ে তাদের ফসলের জমি থেকে মাটি কেটে নেয়া হয়েছে। জমিতে থাকা গাছ কেটে নেয়ার অভিযোগও করেন তিনি।

ভুক্তভোগীরা জানায়, পরিবারের নিরাপত্তা চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন। স্থানীয়রা এই পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা জানলেও মুখ খুলতে সাহস করে না। 
 
ভুক্তভোগী পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে সঠিক বিচারের ব্যবস্থা করার দাবী জানিয়েছে স্থানীয়রাসহ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

banner close
banner close