
কাভার্ডভ্যানে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় ৫১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)। রাত পৌনে দশটায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়েদাবাদ গোলচত্বর এলাকায় র্যাব-১২’র বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১২’র মিডিয়া অফিসার মোঃ উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, এসময় উদ্ধারকৃত এসব গাঁজা,পরিবহন কাজে নিয়োজিত কাভার্ডভ্যান ও নগদ ৫০০/-টাকা জব্দ করা হয়।
'গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুরের বিরল উপজেলার মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ ফরমান হোসেন (৪০) ও ঠাকুরগাঁও সদরের মোঃ রশিদুল ইসলামের ছেলে মোঃ লিটন ইসলাম ওরফে মাসুদ (২৮)।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আরও পড়ুন: