বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩ শাওয়াল, ১৪৪৬

আ.লীগের চেয়ারম্যানদের সাথে ইউএনও মিটিং, সমালোচনার ঝড়

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৩৫

আপডেট: ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৪৭

শেয়ার

আ.লীগের চেয়ারম্যানদের সাথে ইউএনও মিটিং, সমালোচনার ঝড়
আ.লীগের চেয়ারম্যানদের সাথে ইউএনও মিটিং। বাংলা এডিশন

কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানদের নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা করেছেন ইউএনও বিবি করিমুন্নেছা। এনিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে নানা আলোচনা-সমালোচনা। এ ঘটনায় তাকে অপসারণের দাবিও জানাচ্ছেন অনেকে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাসিক সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভার বেশ কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবলু, বহলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদুল, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মন্টু,  সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মালিহাদ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যানদের নিয়ে ইউএনও মিটিং করেছে৷ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার অপসারণের দাবি জানাচ্ছি। এ ঘটনার প্রতিবাদে কর্মসূচি পালন করা হবে।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেন, ৫ আগষ্টের আগে আওয়ামী লীগের যেসকল জুলুমবাজ নেতারা আমাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল। যাদের নির্যাতনে আমরা দীর্ঘ ঘরছাড়া ছিলাম। আমাদের নামে যেসব আওয়ামী লীগ সন্ত্রাসীরা মামলা দিয়ে ঘরছাড়া করেছিল। গত ৫ আগষ্টের পরে মিরপুর উপজেলার ইউএনও সেইসব আওয়ামী লীগের নেতাদের লালনপালনে ব্যস্ত হয়ে পড়েছে। আওয়ামী লীগের নেতাদের এভাবে আগলে রাখলে এর পরিণাম ভালো হবে না। এই ইউএনও'র বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে যেতে বাধ্য হবো। তাকে  অপসারণের দাবি জানাচ্ছি।

মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বান বলেন, আওয়ামী লীগের সময়ে তিনি এখানে আসছেন। আওয়ামী লীগের নেতাদের সাথে উনার সুসম্পর্ক। আওয়ামী লীগ নেতাদের বাইরে অন্য কোনো লোকদের সাথে ইউএনও বিবি করিমুন্নেছা মিটিং করেন না। উনি আসলে কি করতে চান? কি করেন এটা আমরা বুঝি না। আমাদের দলের সিনিয়র নেতাদের বিষয়টি জানিয়েছি।

এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিবি করিমুন্নেছা বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় তারা উপস্থিত হয়েছিলেন। সারাদেশেই হচ্ছে। তাদের নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা করার ব্যাপারে নিষেধ করা হয়নি। আমি সরকারি নিয়ম মেনেই সভা করি। সেই মোতাবেক তাদের নিয়ে আইন শৃঙ্খলা মাসিক সভা ছিলো। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা আসলে সেই অনুযায়ী দায়িত্ব পালন করবো৷

এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি৷

banner close
banner close