বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩ শাওয়াল, ১৪৪৬

মার্কেটের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল 'চাচা হাসু আপা কোথায়'

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:৩২

আপডেট: ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:০৮

শেয়ার

মার্কেটের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল 'চাচা হাসু আপা কোথায়'
সাইনবোর্ডে ভেসে উঠল ‘চাচা হাসু আপা কোথায়। ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি মার্কেটের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠল ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’।এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো সিলেট জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ারের ডিজিটাল সাইনবোর্ডের এ লেখাগুলো ভেসে ওঠে। ফেসবুকে সেটির ভিডিও ছড়িয়ে পড়ায় পরবর্তীতে তা ভাইরাল হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে কেউ একজন ভিডিওটি তার ফেসবুক ওয়ালে ছেড়ে দেয়। এরপরই এটি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেউ কেউ আবার এটিকে প্রতিষ্ঠানের বাণিজ্যিক প্রচারণার কৌশল বলেও অভিহিত করছেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, আমার থানাধীন কুশিয়ারা শপিং কমপ্লেক্সের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পেয়েছি। মার্কেট কর্তৃপক্ষ এইরকম লেখা পেয়ে আমাদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। আপাতত তারা সাইনবোর্ডটি মার্কেট কর্তৃপক্ষ বন্ধ রেখেছেন।

banner close
banner close