বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

কীর্তনখোলায় তেলের ট্রলারে আগুন: পাঁচজন দ্বগ্ধ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:২৯

শেয়ার

কীর্তনখোলায় তেলের ট্রলারে আগুন: পাঁচজন দ্বগ্ধ
ছবি: বাংলা এডিশন

বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন চাঁদমারি এলাকায় একটি জ্বালানী তেলের ট্রলারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকান্ডে ওই ট্রলারে থাকা পাঁচজন দগ্ধ হয়েছেন।

আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চারজনকে বুধবার দিবাগত রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতরা হলেন- মো. মান্না, মানিক হোসেন, রুবেল ও সম্পদ মিয়া।

আহতরা সবাই নোয়াখালীর হাতিয়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে কীর্তনখোলা নদী সংলগ্ন চাঁদমারি এলাকায় যমুনা পেট্রোল ডিপো থেকে একটি ট্রলারে করে ড্রাম ভর্তি জ্বালানী তেল ও ব্রয়লার মুরগীর খাবার লোড করা হচ্ছিলো।

এ সময় হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ হয় তেলের কয়েকটি ব্যারেল। এতে ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ট্রলারটি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ওয়াটার বোট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ৩০ মিনিটের চেষ্স্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ চারজনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।



আরও পড়ুন:

banner close
banner close