বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কফিন মিছিল

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১৬

আপডেট: ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১৮

শেয়ার

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কফিন মিছিল
ছবি: বাংলা এডিশন

গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শেরপুরে কফিন মিছিল হয়েছে।

বুধবার রাত ৯টায় শহরের থানার মোড় হতে কফিন মিছিল বের করেন শিক্ষার্থীরা।

পরে মিছিলটি নিউমার্কেট হয়ে শহিদ মাহবুব চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করে।

এ সময় তারা- ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘আমার ভাই কফিনে, খুনি কেনো বাহিরে’; ‘ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই’; ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে শহিদ মাহবুব চত্বরে এক সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনুর রহমান সাইম, মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিনসহ অন্যরা।

নেতৃবৃন্দ বলেন, ‘হাসিনা জুলাইয়ের অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে। দীর্ঘ ১৭বছর ভিন্নমতের মানুষদের আয়নাঘরের মতো জায়গায় নিয়ে শাস্তি দিয়েছে। দুই হাজার প্রাণের বিনিময়ে স্বৈরাচার পালিয়েছে। তবে বুধবার স্বাধীনতার ৬ মাস পরেও বিপ্লবীদের শহিদ হতে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে এর জবাব দিতে হবে। আমাদের শেরপুরে ১৩জন ভাই শহিদ হয়েছে। আওয়ামী লীগের সেইসব ঘাতকদের যারা আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সেইসাথে এই মাটিতে আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক শক্তি কাজে লাগিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।’



আরও পড়ুন:

banner close
banner close