রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৩৪

শেয়ার

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের বিপরীতে ভারতের কৃষ্ণনগর বিএসএফ সেক্টরের উদ্যোগে বিএসএফ এর ৩২ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে বিজিবি-বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১১টায় বিজিবির প্রতিনিধি দল দর্শনা আইসিপি দিয়ে ভারতের বিএসএফ গেদে ক্যাম্পে পৌছে। সেখানে দুপুর ১২টা থেকে বেলা ২টা ৪৫মিনিট পর্যন্ত চলে বৈঠক।

এরপর বৈঠক শেষে উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করতে উপহার বিনিময় শেষে বিজিবি প্রতিনিধি দল সন্ধ্যায় বাংলাদেশে ফেরে।

বৈঠকে ভারতের বিএসএফের পক্ষ থেকে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী সঞ্জয় কুমার এবং বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন।

পরে সন্ধ্যায় দর্শনা আইসিপি মিলনায়তনে কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করেন।

ব্রিফিং-এ তিনি বলেন, ‘কুষ্টিয়া সেক্টর এবং কৃষ্ণনগর সেক্টর কমান্ডার লেভেলের বৈঠক ছিল। সেখানে অনেক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা অত্যান্ত ফলপ্রসূ ছিল। আমাদের পক্ষ থেকে সীমান্তে হতাহতের ঘটনা শূন্যের কোঠায় নামানোর একটা দাবি ছিল। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা দাবি করি। এসব আবেদন তারা সবই মেনে নিয়েছে।’

কর্নেল মারুফুল আবেদীন বলেন, ‘শূণ্যরেখার খুব কাছাকাছি স্থানে আমাদের একটা রাস্তা সংস্কারের কাজের জন্য তাদের কাছে দাবি জানিয়েছি। ইতোমধ্যেই তারা তাদের উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে। দুই দেশের সম্মতি সাপেক্ষে খুব দ্রুতই সংস্কার কাজ শুরু করবো আমরা।’

তিনি আরও বলেন, ‘বৈঠকে দুই দেশের সীমান্তের চলমান সমস্যা, সীমান্ত হত্যা, মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। এই বৈঠকটি দুই দেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠক শেষে, উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করতে উপহার বিনিময় করা হয়।’

বৈঠকে বিজিবির পক্ষে আরো উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ, চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, অতিরিক্ত পরিচালক মেজর কাজী আসিফ আহমেদ, কুষ্টিয়া বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যগণ।

অপরদিকে বিএসএফের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট সঞ্জয় প্রসাদ সিং, কমান্ডেন্ট সুনীল কুমার, কমান্ডেন্ট বিপিন পান্থরি, কমান্ডেন্ট বি মধুসূদন রাও, কমান্ডেন্ট সুজিত কুমার, ডেপুটি কমান্ডেন্ট দুর্গেশ কুমার, ডেপুটি কমান্ডেন্ট বিনোদ কুমার, কোম্পানী কমান্ডার ভিতাশী ও কোম্পানী কমান্ডার ভিড পালসহ সংশ্লিষ্টরা।



banner close
banner close