
অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীতে পৃথক অভিযানে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ও যৌথ বাহিনী।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম। বুধবার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। তার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুধারাম থানা থেকে তিনজন, হাতিয়া থানা থেকে একজন, বেগমগঞ্জ থানা থেকে একজন, চাটখিল থানা থেকে দুইজন এবং চরজব্বর থানা থেকে যৌথবাহিনী দুইজনকে গ্রেফতার করে। এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ একযোগে কাজ করছে।
গ্রেফতারকৃতরা হলেন, সুধারাম মডেল থানার নেওয়াজপুর ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য ফখরু উদ্দিন মঞ্জু, অশ্বদিয়া ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি মো. কামাল হোসেন, আন্ডারচর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. রফিক উল্যাহ, হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুর হাদী, বেগগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের যুবলীগের সদস্য মনির হোসেন মঞ্জু, চাটখিল পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন, খিলপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম জিহাদ, চরজব্বর থানার আওয়ামী লীগের দুর্ধর্ষ সন্ত্রাসী ভূমিদস্যু মো. আবুল কালাম শফি চৌধুরী ও তার স্ত্রী বিবি হাছিনা।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে।’
অপরাধীদের গ্রেফতার করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মোহাম্মদ ইব্রাহীম।
আরও পড়ুন: