বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩ শাওয়াল, ১৪৪৬

অপারেশন ডেভিল হান্টে নোয়াখালী থেকে আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:০৮

শেয়ার

অপারেশন ডেভিল হান্টে নোয়াখালী থেকে আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মী গ্রেফতার
ছবি: সংগৃহীত

অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীতে পৃথক অভিযানে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ও যৌথ বাহিনী।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম। মঙ্গলবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর থেকে হাতিয়া উপজেলাসহ নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী।

এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টায় সুধারাম থানা থেকে তিন জন, হাতিয়া থানা থেকে আটজন, কোম্পানীগঞ্জ থানা থেকে একজন এবং চাটখিল থানা থেকে একজনকে গ্রেফতার করে যৌথবাহিনী।

এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌ পুলিশ একযোগে কাজ করছে।

banner close
banner close